লালমোহনে বৃদ্ধের ময়না-তদন্তে হত্যার আলামত লালমোহনে বৃদ্ধের ময়না-তদন্তে হত্যার আলামত - ajkerparibartan.com
লালমোহনে বৃদ্ধের ময়না-তদন্তে হত্যার আলামত

3:12 pm , February 8, 2021

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের কিল ঘুষিতে মৃত বৃদ্ধের ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া গেছে। গত ১৬ জানুয়ারী উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সিকদারহাট গ্রামে প্রতিপক্ষের সাথে সংঘর্ষে ইউসুফ আলী আরিন্দা নামের ওই বৃদ্ধ নিহত হয়। লাশের ময়নাতদন্তের পর রিপোর্টে হত্যার আলামত পাওয়া যায় বলে জানান লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ। এ ঘটনায় মামলা হলেও প্রধান আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামীরা ঢাকায় অবস্থান করছে বলে জানান ওসি।
জানা গেছে, গত ১৬ জানুয়ারী শনিবার সকালে বাড়ির দক্ষিণ পাশে ফসলী জমির বেড়া দিতে যায় নিহত ইউসুফ আলী আরিন্দার ছেলে শাহে আলম। এসময় শাহে আলমকে বেড়া দেয়ায় বাধা দেয় পার্শ্ববর্তী বাড়ির আজাহার, ইব্রাহিম, ছিদ্দিক, শহিদ, সিরাজ মীরসহ বেশ কয়েকজন। এসময় দুই পক্ষের মধ্যে মারপিট হয়। খবর পেয়ে শাহে আলমের বৃদ্ধ বাবা ইউসুফ আলী আরিন্দা ঘটনাস্থলে যায়। সেখানে তাকে কিল ঘুষি মারে প্রতিপক্ষরা। ঘটনাস্থলেই ইউসুফ আলী আরিন্দার অবস্থার অবনতি হলে দ্রুত বাড়ি আনার সাথে সাথেই তিনি মারা যান। আহত হয় ছেলে শাহে আলম, পুত্রবধু মমতাজসহ আরো ২জন।
এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা প্রেরণ করে। নিহতের ছেলে শাহে আলম বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের করে। পুলিশ সিরাজ মীর নামে একজনকে গ্রেফতার করে।
মামলার বাদী শাহে আলম জানান, আসামীরা মামলা কেন করা হয়েছে তা নিয়ে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। মূল আসামীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, আসামীরা ঢাকায় অবস্থান করায় গ্রেফতার করা যায়নি। তাদের অবস্থান নির্ণয় করে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT