শিকারপুর বন্দর-উজিরপুর ডাকবাংলো সড়কটি এখন দৃষ্টিনন্দিত শিকারপুর বন্দর-উজিরপুর ডাকবাংলো সড়কটি এখন দৃষ্টিনন্দিত - ajkerparibartan.com
শিকারপুর বন্দর-উজিরপুর ডাকবাংলো সড়কটি এখন দৃষ্টিনন্দিত

2:56 pm , February 6, 2021

 

উজিরপুর প্রতিবেদক ॥ শিকারপুর বন্দর থেকে উজিরপুর ডাক বাংলা সড়কের ওভারলে কাজ সম্পন্ন হবার পথে। সড়কটির কাজের গুনগত মান সন্তোষ জনক হওয়ায় এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এখন মহা খুশি। উজিরপুর উপজেলার মধ্যে এখন সবচেয়ে ভাল ও উন্নত মানের সড়কে পরিনত হয়েছে শিকারপুর – উজিরপুর সড়কটি। প্রচুর পরিমান যানবাহন চলাচলের কারনে শিকারপুর বন্দর থেকে উজিরপুর থানার সামনে থেকে ডাকবাংলা পর্যন্ত সড়কটি বেশ গুরুত্বপূর্ন হওয়ায় ও ঘূর্নিঝড় বুলবুলের আঘাতে তারাবড়ি এলাকায় ও মাষ্টার বাড়ির সামনে পুকরে সড়ক ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচলের উপযোগী করতে ৫ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকায় সড়কটি ওভার লে নির্মান করার জন্য টেন্ডার দেয়া হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান ওটিবিএল সড়কটির কাজ পান। গত কয়েকদিন ধরে ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটির কাজ শুরু করেন। ৬ হাজার ৭ শত মিটার সড়কের ১৮ ফুট প্রস্ত ও ৪০ মিলিমিটার উচ্চ ওভারলে কাজ করার নিয়ম থাকলেও কোথাও ২২ ফুট প্রস্ত ও ৬০ মিলিমিটার ওভারলে কাজ করেছেন। দ্রুত কাজ সম্পন্ন ও সড়কটি বেশ সৌন্দর্য পূর্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারন মানুষ। শিকারপুর এলাকার বাসিন্দা পরান সাহা জানিয়েছেন, সড়কের নির্মান কাজ ওভারলে বেশ ভাল হয়েছে কাজের মানও ভাল।শিকারপুর বন্দর ব্যবসায়ী কমিটির সভাপতি হেমায়েত মুন্সী বলেছেন, বাজার এলাকায় সড়কে যে কাজ হয়েছে তা মোটামুটি সন্তোষজনক। ঠিকাদারী প্রতিষ্ঠান ওটিবিএল প্রকৌশলী মো: ইমদাদুল হক জানান, তারা সকল নিয়ম কানুন মেনে গুরুত্বপূর্ন এ সড়কটির নির্মান কাজ সম্পান্ন করতেছেন। কোথাও ১৮ ফুটের স্থানে ২৪ ফুট পর্যন্ত কাজ করেছেন বেশী দামের পিচ ব্যবহার করা হয়েছে যা দীর্ঘ সময় টিকসই থাকবে। বরিশাল সড়কও জনপদ বিভাগের সুপার ভাইজার মিজানুর রহমান জানিয়েছেন, তিনি নিয়মিত ভাবে কাজ পরিদর্শন করেছেন কাজের মান সন্তোষজনক ওভারলে কাজে কোন অনিয়ম হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT