আমতলীতে ৪০ বছরের বন্ধ বরফকল বেদখল হচ্ছে আমতলীতে ৪০ বছরের বন্ধ বরফকল বেদখল হচ্ছে - ajkerparibartan.com
আমতলীতে ৪০ বছরের বন্ধ বরফকল বেদখল হচ্ছে

12:41 pm , February 5, 2021

আমতলী প্রতিবেদক ॥ বরগুনার আমতলী উপজেলার মৎস্যজিবী ও মৎস্য ব্যাবসায়ীদের কথা চিন্তা করে বেসরকারি ব্যবস্থাপনায় নির্মিত একমাত্র বরফকলটি সংস্কার আর ব্যবস্থাপনার অভাবে ৪০ বছর ধরে বন্ধ রয়েছে। এতে বরফের অভাবে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় জেলেরা। বরফকলটি বন্ধ থাকায় এর কোটি টাকা মূল্যের দুই একর সম্পক্তি অবৈধ ভাবে দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। উপজেলা সমবায় অফিস সূত্রে জানা গেছে ১৯৭৩ সালে আমতলী পৌরসভার বাসুগি গ্রামে দুই একর জায়গা ক্রয় করে উপকূলীয় জেলেদের কথা বিবেচনা করে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশে(সিসিডিবি) নামে একটি প্রতিষ্ঠান এ বরফকলটি স্থাপন করে। সংস্থাটির আর্থিক ও কারিগরি সহায়তায় বরফকলের জন্য একটি পাকা ভবন নির্মান করা হয়। বরফ উৎপাদনের জন্য বসানো হয় ৬২ অশ্বশক্তির একটি ডিজেল চালিত মোটর ও অন্যান্য যন্ত্রপাতি। প্রতিদিন ১০টন বরফ উৎপাদন সম্পন্ন বরফ কলটি শুরুতে লাভজনক হলেও অজ্ঞাত কারনে ৭ বছরের মাথায় ১৯৮১ সালে এটি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার ৪০ বছরে ও বরফকলটি আর চালু হয়নি। আর এতে ভোগান্তিতে পরেছে স্থানীয় জেলে ও মৎস্য ব্যাবসায়ীরা। তারা দুর দুরান্ত থেকে বরফ সংগ্রহ করে মৎস্য প্রক্রিয়াজাত ও বাজারজাত করেছে। তাতে খরচ অনেক বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা তেমন একটা লাভ করতে পারছে না। মৎস্যজিবী লোকমান বলেন বরফের অভাবে অনেক সময় মাছ নষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে তখন কম দামে মাছ বিক্রি করে দিতে হয়। অনেক সময় জেলেদের মাছ ধরার খরচও ওঠে না। বরফ উৎপাদনের জন্য নির্মিত ৬০০ বর্গফুটের ভবনটির র্জীনদশা। দীর্ঘদিন পরিত্ত্যক্ত অবস্থায় থাকার ফলে ভবনের পলেস্তার খসে পরছে। দরজা জানালা পাল্লা চৌকাঠ এবং লোহার গ্রীলগুলো স্থানীয় লোকজন খুলে নিয়ে গেছে। ভবনের ভেতরে বরফ উৎপাদনের জন্য লোহার অকেজো ৩ থেকে ৫ টি ক্যান ছরিয়ে ছিটিয়ে পরে রয়েছে। ৬২ অশ্বশক্তির ডিজেল চালিত মোটরের যন্ত্রপাতি কিছুই নেই সব চুরি হয়ে গেছে। ভবনের পাশেই পানি সরবরাহের জন্য খননকৃত পুকুরটি মৃত প্রায়। পলি জমে ভরাট হয়ে গেছে। বরফকলের দুই একর জায়গার কোনো হদিস নেই। ভবন বাদে পুরো জায়গা কতিপয় প্রভাবশালী দখল করে তাতে গাছ লাগিয়েছে এবং বসবাস করছে। স্থানীয় বাজার মুল্যে জবরদখল করা জমির মূল্যে প্রায় কোটি টাকার উপরে। স্থানীয়রা ও জেলেরা বেদখল হওয়া বরফকলের সম্পত্তি জরুরী ভিত্তিতে উদ্ধার করে বরফ কল চালু করার দাবী জানিয়েছেন। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন বরফকলটি চালু ও কোটি টাকা মুল্যের জায়গা উদ্ধারের জন্য আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন উপকূলীয় এলাকায় জেলের সংখ্যা বেশি। জেলেদের আহরিত মাছ প্রক্রিয়াজাতকরনের জন্য বরফ প্রয়োজন তাছাড়া এলাকায় ছোট বড় কয়েকটি মৎস্য বন্দর রয়েছে। এসব বিষয় বিবেচনা করে বরফকল স্থাপন জরুরী হয়ে পরেছে। বরফ কলের বেদখল হওয়া জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT