প্রথম দিন ভ্যাকসিন নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ডা. পিযুষ কান্তিসহ সিনিয়র চিকিৎসকরা -মেয়র সাদিক প্রথম দিন ভ্যাকসিন নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ডা. পিযুষ কান্তিসহ সিনিয়র চিকিৎসকরা -মেয়র সাদিক - ajkerparibartan.com
প্রথম দিন ভ্যাকসিন নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ডা. পিযুষ কান্তিসহ সিনিয়র চিকিৎসকরা -মেয়র সাদিক

3:39 pm , February 4, 2021

সিটি এলাকার ১০ হাজার করোনা যোদ্ধার তালিকা প্রেরন ॥ ৭ ফেব্রুয়ারি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে যথা সময়ে প্রথম ধাপের করোনা ভ্যাকসিন প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে বরিশাল এনেক্স ভবনে আয়োজিত ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠ ভাবে বিতরন বিষয়ক আলোচনা সভায় এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মেয়র বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও একক প্রচেষ্টায় বিশ্বের অনেক দেশের আগে বাংলাদেশ করোনার ভ্যাকসিন পেয়েছে। যা প্রশংসনীয় ও তার যোগ্য নের্তৃত্বের বাস্তব প্রতিফলন। আলোচনা সভায় মেয়র বলেন, সুষ্ঠু ভাবে ভ্যাকসিন প্রদানের সকল ব্যবস্থা সম্পন্ন করে রেখেছে বরিশাল সিটি করপোরেশন। সারা দেশের সাথে একযোগে ৭ ফেব্রুয়ারী এ কার্যক্রম শুরু করবো। সকাল ১০ টায় সিটি করপোরেশনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। সিটি এলাকার তথ্য দিয়ে মেয়র বলেন, এখন পর্যন্ত সিটি এলাকার ১০ হাজার প্রথম সারির করোনা যোদ্ধা ও অগ্রাধিকার প্রাপ্তদের নামের তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। তবে সার্ভারে সমস্যা থাকায় কতজন এখন পর্যন্ত নিবন্ধন করেছেন তা জানা সম্ভব হয়নি। তিনি ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য গনমাধ্যমকর্মীসহ সমাজের সকল সচেতন ব্যক্তিদের সহযোগীতা ও দায়িত্বশীলতা কামনা করেন। অনুষ্ঠানে অংশ নিয়ে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন বলেন, সুরক্ষা আ্যাপসের মাধ্যমে তালিকাভুক্ত ব্যক্তিরা অনলাইনে নিবন্ধন করে দেশের যে কোন হাসপাতাল থেকে ভ্যাকসিন গ্রহন করতে পারবেন। এখানে ব্যক্তি ক্ষমতা দিয়ে কেউ আগে ভ্যাকসিন নিতে পারবেন না। নিবন্ধনের ক্রমানুসারে অ্যাপসের মাধ্যমেই সময় বা দিন নির্ধারন করা হবে। বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল এবং জেলা পুলিশ হাসপাতাল কেন্দ্রে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। প্রতিটি কেন্দ্রে ৬ জন করে কর্মী দায়িত্ব পালণ করবেন। এদের মধ্যে ২ জন সিনিয়র প্রশিক্ষিত স্টাফ নার্স এবং ৪ জন স্বেচ্ছাসেবক। প্রথম দিন কতজন বা কারা ভ্যাকসিন গ্রহন করবেন তা এখনো নিশ্চিত হয়নি। তবে বরিশালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ পিযুষ কান্তিসহ বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসক প্রথম দিন ভ্যাকসিন গ্রহন করার আগ্রহ প্রকাশ করেছেন বলে মেয়র জানিয়েছেন। সভায় সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মতিউর রহমান, ১ নং প্যানেল মেয়র ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর গাজী নইমুল হোসেন লিটু সহ বরিশালের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT