মহানগরের ১১টি ওয়ার্ড ছাত্রদলের সংবাদ সম্মেলন মহানগরের ১১টি ওয়ার্ড ছাত্রদলের সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
মহানগরের ১১টি ওয়ার্ড ছাত্রদলের সংবাদ সম্মেলন

2:52 pm , February 3, 2021

সৎ, যোগ্য, ত্যাগী ও মেধাবীদের নিয়ে কমিটির দাবীতে

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগরের ওয়ার্ড ছাত্রদলের কমিটিতে অছাত্র, মাদকাসক্ত ও বিবাহিতদের নিয়ে গঠন করার অভিযোগ এনে তা সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ১১টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সৎ যোগ্য,ত্যাগীদের ও মেধাবীদের দিয়ে পুনরায় কমিটি গঠন করার আহবান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনের আয়োজন করে নগরীর ১, ৩, ৪, ৫, ৮, ৯, ১১, ১৯, ২১, ২৬ ও ২৭ নং ওয়ার্ড কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ১১ নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যালেক্স তমাল সরকার। লিখিত বক্তব্যে সে জানিয়েছেন, গত ১৭ জানুয়ারী মহানগরের বিভিন্ন ওয়ার্ড কমিটি মাদকাসক্ত, বিবাহিত, অছাত্রদের নিয়ে গঠন করা হয়েছে। তাই ওই কমিটি বাতিল করে ত্যাগী ও মেধাবীদের নিয়ে অবিলম্বে কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন রিপন সিকদার, হৃদয় রাজ, মো. সাব্বির শেখ, হামিদুল হাসান রাশিক, তারেক রহমান সম্রাট, জাকির তালুকদার, এসএম আরাফাত রহমান, মো. মুন, আমান প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১নং ওয়ার্ডের আহবায়ক জিহাদকে কখনো আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। ৩নং ওয়ার্ডের আহবায়ক মো. আবু তাহের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সদস্য সচিব ওয়ার্ড আরিফুল ইসলাম আশিক ছাত্রদলের অপরিচিত মুখ। ৪নং ওয়ার্ডের সদস্য সচিব মো. মাহিন ইসলাম মারুফ ছাত্রলীগের এজেন্ড। বিগত দিনে ছাত্রলীগে সক্রিয় ভূমিকা পালন করেছে সে। ৮নং ওয়ার্ড আহবায়ক আসিফ সিকদার ও সদস্য সচিব তামিম হোসেন দু’জনেই ছাত্রলীগের কর্মী বলে পরিচিত রয়েছে। ৯নং ওয়ার্ড আহবায়ক সুজন খান মাদকাসক্ত ও তার ছাত্রত্ব নেই। এভাবে প্রায় সকল ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিবদের ফিরিস্তি তুলে ধরা হয়েছে সংবাদ সম্মেলনে। তাই অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে পুনরায় ছাত্রদলের কমিটি গঠন করার মাধ্যমে নেতৃবৃন্দকে সক্রিয় করে তোলার জন্য কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ছাত্রদলের বরিশাল বিভাগীয় টিম লিডারের প্রতি দাবী জানানো হয়েছে। ইতি পূর্বে বরিশাল সরকারী পলিটেকনিক কলেজ ও বরিশাল সরকারী বিএম কলেজ ছাত্রদল শাখা নেতৃবৃন্দ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি সংশোধন করা না হলে পদত্যাগ করবে বলে ঘোষনা দেন। এ ব্যাপারে বরিশাল বিভাগীয় ছাত্রদলের টিম লিডার মাহমুদুল হাসান বাপ্পি বলেন, কমিটি গঠনকালে চাওয়া পাওয়া নিয়ে অভিযোগ থাকতে পারে। তবে এ ব্যাপারে সঠিত তথ্য উপস্থাপন করা হলে সাংগঠনিকভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। ছাত্রদলের কমিটিতে বিবাহিত, মাদকাসক্ত কেউ থাকতে পারবে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT