2:57 pm , February 2, 2021

কুয়াকাটা প্রতিবেদক ॥ কুয়াকাটা থেকে ৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। সোমবার পরিচালিত অভিযানে আটক হয় মোল্লাপাড়া গ্রামের খলিল ঘরামীর ছেলে আসাব ঘরামী ও মাহাতাব ঘরামী। মহিপুর থানা সুত্রে জানা গেছে, এসআই সাইদুল ও আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল ১৫০ পিস ইয়াবাসহ আসাব ঘরামীকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে অভিযান করা হয়। এ সময় রান্না ঘরের পাশে মাটি খুড়ে আরো ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় তার ভাই মাহতাব ঘরামীকে আটক করা হয়েছে। তবে পালিয়েছে স্ত্রী নাজমা বেগম।
মহিপুর থানার (ওসি) মো. মনিরুজ্জামান বলেন আটককৃত আসামি আসাহাব একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ধরা ছোঁয়ার বাহিরে থেকে সে ব্যবসা পরিচালনা করে।