কলাপাড়ার কিংবদন্তি নুর বাহাদুর তালুকদার গ্রন্থের মোড়ক উম্মোচন ও নাগরিক শোকসভা অনুষ্ঠিত কলাপাড়ার কিংবদন্তি নুর বাহাদুর তালুকদার গ্রন্থের মোড়ক উম্মোচন ও নাগরিক শোকসভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
কলাপাড়ার কিংবদন্তি নুর বাহাদুর তালুকদার গ্রন্থের মোড়ক উম্মোচন ও নাগরিক শোকসভা অনুষ্ঠিত

2:48 pm , January 30, 2021

কলাপাড়া প্রতিবেদক ॥ সমুদ্র তীরঘেঁষা কলাপাড়ার সর্বশ্রদ্ধাভাজন ব্যক্তি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদা’র জীবন ও কর্ম নিয়ে রচিত ‘কলাপাড়ার কিংবদন্তি নুর বাহাদুর তালুকদার’ স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন ও নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় এমবি কলেজ চত্বরে নুর বাহাদুর তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত মোড়ক উম্মোচন অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধি-রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজের বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের উপাধ্যক্ষ মো. শহিদুল আলম এর সভাপতিত্বে নুর বাহাদুর এর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ল সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এ,বি,এম মোশাররফ হোসেন, প্রবীন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, আওয়ামী লীগ নেতা মো. ফজলুল হক শানু সিকদার, সুশীল সমাজ প্রতিনিধি কমরেড নাসির তালুকদার, আঃ ছত্তার বিশ্বাস, উপাধ্যক্ষ নুর বাহাদুর এর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেজর তানজিল নুর ও তারেক আমান সুমন তালুকদার। মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ প্রভাষক জুলিয়া নাসরীন, ওবায়দুল হক শানু, সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু, খেপুপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোসাঃ সুরাইয়া নাসরীন এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজ প্রতিনিধি বক্তব্য রাখেন। এসময় প্রিয় শিক্ষকের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT