আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই স্কুল শিক্ষকের পরিবারকে অনুদান প্রদান আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই স্কুল শিক্ষকের পরিবারকে অনুদান প্রদান - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই স্কুল শিক্ষকের পরিবারকে অনুদান প্রদান

3:44 pm , January 28, 2021

 

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই স্কুল শিক্ষকের পরিবারকে জেলা প্রশাসকের তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর অফিস কক্ষে তার উপস্থিতিতে বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার এর জিআর তহবিলের ২০ হাজার টাকা করে অনুদানের চেক নিহত দুই শিক্ষকের স্ত্রী’র হাতে তুলে দেয়া হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, শিক্ষা অফিসার নিখিল রঞ্জণ অধিকারী, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন বাবুল, সাধারণ সম্পাদক দীনেশ ঘটক উপস্থিত ছিলেন।
প্রসংগত, গত ২৩ ডিসেম্বর উপজেলা শিক্ষা অফিস থেকে নতুন বই উত্তোলনের পর মোটরসাইকেলযোগে নিজেদের স্কুলে ফিরছিলেন রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরদার (৫০) ও একই স্কুলের সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস (৪৫)। পথিমধ্যে আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাকপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিক্ষক মৃত্যু বরণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT