করোনা ভ্যাকসিন পেতে করতে হবে নিবন্ধন করোনা ভ্যাকসিন পেতে করতে হবে নিবন্ধন - ajkerparibartan.com
করোনা ভ্যাকসিন পেতে করতে হবে নিবন্ধন

3:36 pm , January 28, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা টিকা বা ভ্যাকসিন পেতে অনলাইনে নিবন্ধন করতে হবে। এ জন্য সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয় একটি লিংক (www.surokkha.gov.bd) চালু করেছে। এই লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিলেই তিনি টিকা প্রাপ্তির জন্য নিবন্ধিত হয়ে যাবেন। পরে নিবন্ধিত ফরম প্রিন্ট করে সরকার নির্ধারিত যে কোন টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে অবশ্যই সরকার নির্ধারিত অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্তদের থাকতে হবে।
প্রাথমিক পর্যায়ে ১৮ ধরনের ব্যক্তিরা এই নিবন্ধনের আওতায় আসবে। এরা হলেন সরকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী, অনুমোদিত বেসরকারী ও প্রাইভেট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী, প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা, সম্মুখ সারির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক ও আধা সামরিক প্রতিরক্ষা বাহিনী, রাষ্ট্র পরিচালনার অপরিহার্য কার্য্যালয়, সম্মুখ সারির গনমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, সিটি করপোরেশেন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী, ধর্মীয় প্রতিনিধিগন, মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ব্যক্তি, জরুরী বিদ্যুৎ, পানি, গ্যাস, পয়ঃনিস্কাশন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারী, রেল স্টেশন, বিমান বন্দর ও নৌ বন্দরের কর্মকর্তা কর্মচারী, ব্যাংক কর্মকর্তা কর্মচারী, প্রবাসী অদক্ষ শ্রমিক এবং জাতীয় দলের খেলোয়ারবৃন্দ। এছাড়া উক্ত তালিকার বাইরে ৫৫ বছর বা তার চেয়ে বয়স্ক জনগোষ্টি নিবন্ধন প্রক্রিয়ায় অংশ গ্রহন করতে পারবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে ও সহযোগীতা পেতে জরুরী প্রয়োজনে ১৬২৬৩,৩৩৩ এবং ১০৬৫৫ নম্বরে কল করতে অনুরোধ জানানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT