2:34 pm , January 26, 2021

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালে পরিবেশ অধিদপ্তর অবশেষে কিছুটা নড়েচড়ে বসেছে। গত দুই দিনে অভিযান চালিয়ে ৮টি অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলেছে সরকারী এ দপ্তর । অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান সবুজ অভিযান চালিয়ে নিয়ম বহির্ভূতভাবে স্থাপিত ইটভাটাগুলো ভেঙ্গে দিয়েছে বলে জানানো হয়েছে। দক্ষিণাঞ্চলের বিভিন্নস্থানে এখনো আরো বেশ কিছু ইটভাটা বিধি বহিভর্’তভাবে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে সব ইটভাটা পরিদর্শন ও পর্যবেক্ষন করে ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। তিনি সাংবাদিকদের জানান, পরিবেশ অধিদপ্তরের নতুন আইন অনুযায়ী হাওয়া মেশিন দ্বারা উন্নতমানের কয়লায় ইট পোড়ানোর নির্দেশনা থাকলেও সংশ্লিষ্ট মালিকরা সে নিয়ম মানেননি। এ পর্যন্ত কয়েক দফা নোটিশ দেয়ার পরেও আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইটভাটাগুলো চালিয়ে যাচ্ছিলেনঐসবমালিকরা। ফলে ভাটার আশেপাশের ফসল, গাছাপালা নষ্ট ও পরিবেশ দুষণ হচ্ছিল। আর এ কারনে অভিযান চালিয়ে ইটভাটাগুলো ধ্বংস করে দেয়া হয়েছে। মঙ্গলবার ভেঙ্গে ফেলা হয় বাকেরগঞ্জ উপজেলার ডিসি রোড এলাকায় অবস্থিত মেসার্স এএসটি ব্রিকস, টু স্টার, এমএমবিসি-১ ব্রিকস, এএসটি ব্রিকস এবং এএসটি-২ নামক ইটভাটা। এর আগে সোমবার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকায় অবস্থিত মেসার্স ফাইন ইটভাটা, রাজ ব্রিকস, নিতা ব্রিকস নামক ৩টি ইটভাটা ভেঙ্গে ফেলা হয়েছে। র্যাব, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় এসব অভিযানে অংশগ্রহন করেন বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের উপÑপরিচালক ও সহকারী পরিচালক সহ কয়েকজন কর্মকর্তা।