3:12 pm , January 25, 2021

বিশেষ প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ঢাকায় দক্ষিনাঞ্চলের ৬টি জেলার সিভিল সার্জন এবং উপজেলা পর্যায়ের হাসপাতালের চিকিৎসকদের বুনিয়াদি প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রনালয়ের দিক নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে আরো প্রশিক্ষন প্রদান শুরু হচ্ছে শীঘ্রই। টিকা প্রয়োগে পরিপূর্ণ অভিজ্ঞতা তেমন কোন ভয়াবহতার ঘটনা ঘটেনি। মহান সৃষ্টিকর্তার কৃপায় ও স্বাস্থ্য সচেনতার কারনে করোনার প্রভাব গোটা দক্ষিণাঞ্চলে একেবারেই কম ছিল। এমন দাবী করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.বাসুদেব কুমার। তিনি বলেন শীতের সময় মানুষ বিভিন্ন স্থানে বেড়াতে যায়। কিন্তু এবার শীতে মানুষ কম বেড়িয়েছে। যে কারনে করোনার প্রকোপ হ্রাস পেয়েছে। এছাড়াও দক্ষিণাঞ্চলের অধিকাংশ মানুষ নৌ-পথে যাতায়াত করে। নৌযানে অনেক যাত্রী থাকলেও তাদের মধ্যে দূরত্ব বজায় থাকে। অন্যদিকে সড়ক পথের যানের ঠাসাঠাসি করে যাতায়াত করে। এ কারনেও গোটা দক্ষিণাঞ্চলে করোনার প্রভাব কম। তবে এটা কোনো বৈজ্ঞানিক যুক্তি নয়, এটা পরিচালকের একান্ত নিজস্ব অভিমত বলে জানিয়েছেন তিনি।