3:09 pm , January 25, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে আগুনে পুড়ে তিনটি ঘর ছাই হয়েছে। গতকাল সোমবার নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন জিয়া সড়কে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, ওই এলাকার আব্দুল হকের ঘরে অগ্নিকান্ড হয়। ধারনা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে লাকড়িতে আগুন ধরে। পরে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাদের ৭টি ইউনিট প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে এনেছে। অগ্নিকান্ডের প্রায় ২লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও কালু ও ভাড়াটিয়া মালেকের ঘর পুড়ে গেছে।