বাস শ্রমিকদের দুই ঘন্টা সড়ক অবরোধ বাস শ্রমিকদের দুই ঘন্টা সড়ক অবরোধ - ajkerparibartan.com
বাস শ্রমিকদের দুই ঘন্টা সড়ক অবরোধ

2:51 pm , January 24, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ থ্রি হুইলার শ্রমিক কর্তৃক হামলার প্রতিবাদে দুই ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেছে বাস শ্রমিকরা। রোববার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর রুপাতলীর কাঠালতলা নামক স্থানে তারা এই অবরোধ সৃষ্টি করে। যার ফলে বরিশাল-কুয়াকাটা সড়কের ওই স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয়া হয়। বরিশাল মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি রফিকুল ইসলাম মানিক জানান, মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিষেধ থাকার পরও সড়কগুলোতে আলফা মাহিন্দ্রাসহ অন্যান্য থ্রি হুইলার চলাচল করছে। সকালে বাস শ্রমিকরা তাদের চলাচলে বাধা দেয়। এই ঘটনার জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে মাহিন্দ্রা থ্রি হুইলার শ্রমিকরা কাঠলতলা এলাকায় দোয়েল পরিবহনের একটি বাসে হামলা চালায়। এতে বাসের সুপারভাইজার পারভেজ গুরুত্বর আহত হয়। তাকে অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনার প্রতিবাদে তারা ওই সময় কাঠালতলা এলাকায় সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ^াস দিলে অবরোধ তুলে নেয়া হয়। যদি এই বিষয়ে সুষ্ঠ কোনো ব্যবস্থা না নেয়া হয় তাহলে আবারো কর্মসূচী নেয়া হবে বলে হুঁশিয়ারী দেন নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT