2:31 pm , January 20, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলা সদর থানার ইলিশা পুলিশ ফাঁড়ির এস আই রতন কুমার শীল ও সদর থানার ওসি এনায়েত হোসেনের বিচার চেয়ে ডিআইজির কাছে আবেদন করেছে স্বামী পরিত্যাক্তা নারী। গতকাল বুধবার ওই অভিযোগ দেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক নারী বরিশাল সদর উপজেলার পীতাম্বর কাঠি এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, গত ২৮ নভেম্বর দিবাগত রাত অনুমান ৩টায় ভোলার সদর থানার ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রতন কুমার শীলের নেতৃত্বে ৬/৭ জনের একটি দল নারীর ঘরে হানা দেয়। এ সময় বিভিন্ন মামলার এজাহারনামীয় দুই আসামী ছিলো। কোন কিছু বুঝে উঠার পূর্বে (মহিলা পুলিশ সদস্য ছাড়া) নারীকে এলোপাতাড়ি কিল, ঘুষি, চর দেয় পুলিশ। নারীর সাত বছরের কন্যা শিশুসহ টেনে হেচরে জোরপূর্বক ঘর থেকে বের করে। এ সময় শিশু কন্যা চিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হয়। তখন তাকে আটকের কারণ জিজ্ঞাসা করে স্থানীয়রা। কিন্তু পুলিশ তাদের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তাদেরকে হুমকি ভয় ভীতি দেখিয়ে নারী ও তার কন্যা শিশুকে স্পীড বোটে ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। সেখানে দিনভর আটকের পর গত ২৯ নভেম্বর সন্ধ্যায় ভোলা সদর মডেল থানায় নেয়া হয়। পরদিন ৩ টায় ইলিশা তদন্ত কেন্দ্র ও থানায় আটক রাখার পর মামলার সন্দিগ্ধ আসামী দেখিয়ে তার কন্যা শিশুসহ আদালতে মাধ্যমে জেলে প্রেরণ করা হয়। পরে ওই নারীর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে রিমান্ড বাতিলের আদেশ দেন।