সরকারী হাসপাতালে বিনামূল্যে মিলবে করোনা ভ্যাকসিন সরকারী হাসপাতালে বিনামূল্যে মিলবে করোনা ভ্যাকসিন - ajkerparibartan.com
সরকারী হাসপাতালে বিনামূল্যে মিলবে করোনা ভ্যাকসিন

3:03 pm , January 18, 2021

হেলাল উদ্দিন ॥ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ দিনের মধ্যে দেশে এসে পৌছাবে বহুল কাংঙ্খিত করোনা ভ্যাকসিন। কিন্তু তার আগেই ভ্যাকসিন প্রয়োগ তথা বিতরনের সকল কর্মযজ্ঞ সম্পন্ন করেছে স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখনো ভ্যাকসিন প্রয়োগের নির্দেশিকা বা গাইডলাইন শতভাগ সম্পন্ন হয়নি। সারা দেশের ভ্যাকসিন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় চিকিৎসকদের নিয়ে ঢাকায় চলমান ২ দিনের প্রশিক্ষন বা সেমিনার শেষে পরিপূরক নির্দেশিকা প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত যতটুকু নির্দেশিকা এসেছে তাতে ঢাকা বাদ দিয়ে দেশের সকল জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিশেষায়িত হাসপাতালে দেয়া হবে এই ভ্যাকসিন। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮ টা থেকে ৩ টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। তবে যে কেউ নয়, সরকার কর্তৃক নির্ধারিত ব্যাক্তিরাই পাবেন এ ভ্যাকসিন। সুখবর হচ্ছে সরকারী হাসপাতালে এই ভ্যাকসিন পেতে কোন টাকা দিতে হবে না। বরিশাল জেলা সিভিল ডাঃ মোঃ মনোয়ার হোসেন বলেন প্রতিটি হাসপাতালের ৬ জনের একটি টিম থাকবে যারা ভ্যাকসিন প্রদান করবে। এই টিমের তদারকিতে থাকবেন সিনিয়র চিকিৎসকরা। তিনি আরো বলেন, আপাতত সরকারের ফর্মূলা মেনেই ভ্যাকসিন দেয়া হবে। প্রথম ডোজের ভ্যাকসিন দুই সপ্তাহ প্রদান করা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদকর্মীরাও অগ্রাধিকার ভিত্তিতে প্রথমেই ভ্যাকসিন পাবে। তবে তাদেরকে ১৮ বছরের উপরে হতে হবে এবং নিবন্ধিত সংবাদকর্মী হতে হবে। তিনি বলেন যারা ভ্যাকসিন পাবে আমরা তাদের তালিকা প্রস্তুত করছি। যে তালিকার বাইরে কেউ ভ্যাকসিন পাবে না। ভ্যাকসিন সংরক্ষনাগার নিয়ে কোন সংকট বা জটিলতা নেই বলে জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষনা অনুযায়ী বরিশাল বিভাগে ৮ লাখ ৬৬ হাজার ৯৯৪ জনকে টিকা দেয়া হবে। জেলা পর্যায়ে বরিশাল জেলায় টিকা পাবেন ২ লাখ ৪২ হাজার ৪২ জন, ভোলায় এক লাখ ৮৫ হাজার ২৭ জন, ঝালকাঠিতে ৭১ হাজার ৯০ জন, পটুয়াখালীতে এক লাখ ৫৯ হাজার জন, পিরোজপুরে এক লাখ ১৫ হাজার ৯২৯ জন এবং বরগুনায় ৯২ হাজার ৯৭০ জন। গতকাল থেকে ভ্যাকসিন দেয়ার বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের (ডেপুটি সিভিল সার্জন, ইউএইচএফপিও) প্রশিক্ষণ শুরু হয়েছে যা চলবে ১৯ তারিখ পর্যন্ত। সিটি করপোরেশন, জেলা ও উপজেলাপর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ হবে ২০-২৪ জানুয়ারি এবং টিকাদান কর্মীদের প্রশিক্ষণ চলবে ২৩-২৬ জানুয়ারি। বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবকদের ওরিয়েনটেশন হবে ২৬ ও ২৭ জানুয়ারি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT