2:37 pm , January 18, 2021

রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুরের বাগড়ি ব্র্যাক এলাকায় রোববার রাতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ৪ জুয়াড়িকে আটক করে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। ইউএনও মো. মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। দন্ডিতরা হলো- উপজেলার বাগড়ি এলাকার শাহিন সিকদার সানুর ছেলে মো. নাঈম সিকদার (২১), একই এলাকার মৃত পিরু মোহাম্মদ হাওলাদারের দুই ছেলে মো. রিপন হাওলাদার (৩৮) ও মো. শাহিন হাওলাদার (২২) এবং উপজেলার ইন্দ্রপাশা গ্রামের আব্দুর কাদের হাওলাদারের ছেলে মো. স্বপন হাওলাদার। সোমবার সকালে তাদের ঝালকাঠি কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি স্থানে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা হচ্ছিল। সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হলেও কয়েকজন পালিয়ে যায়। জুয়া ও মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।