দৌলতখানে নতুন ঠিকানায় যাওয়ার অপেক্ষায় ৪২ অসহায় পরিবার দৌলতখানে নতুন ঠিকানায় যাওয়ার অপেক্ষায় ৪২ অসহায় পরিবার - ajkerparibartan.com
দৌলতখানে নতুন ঠিকানায় যাওয়ার অপেক্ষায় ৪২ অসহায় পরিবার

2:36 pm , January 18, 2021

 

এম এম তাহের, দৌলতখান ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরহার ঘর পাচ্ছেন ভোলার দৌলতখান উপজেলার ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধি, বিধবা, স্বামী পরিত্যাক্ত ও অতি বৃদ্ধা ৪২ জন। প্রতিটি সেমি পাকা ঘরে রয়েছে দুইটি কক্ষ, একটি রান্না ঘর ও একটি বাথরুম। চরপাতা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মোঃ ইকবাল হোসেন জানান, আমাদের এলাকার দরিদ্র অসহায় ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধি, বিধবা, স্বামী পরিত্যাক্ত ও অতি বৃদ্ধারা দীর্ঘদিন ধরে কষ্টে জীবন কাটিয়েছেন। বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তাদের জন্য ঘর উপহার দিচ্ছে। আর ঘর পাওয়ার ফলে তাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত হবে। স্থানীয় বাসিন্দা মোঃ এনামুল হক, আরমান হোসেনসহ একাধিকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার মত প্রতিনিয়ত সকল মানুষের কথা চিন্তা করেন তার আরো একটি প্রমান এটি। প্রধানমন্ত্রীর এ উপহার পেলে দীর্ঘ দিনের কষ্টের জীবন শেষ হবে ওইসব মানুষের। দৌলতখান উপজেলার নির্বাহী অফিসার কাওছার হোসেন জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উলক্ষে প্রধানমন্ত্রী সারাদেশের মত দৌলতখান উপজেলায়ও ৪২ টি ঘর অসহায় দরিদ্র ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধি, বিধবা, স্বামী পরিত্যাক্ত ও অতি বৃদ্ধাদের উপহার দিবেন। এ ঘর নির্মাণের জন্য গত ২৪ ডিসেম্বর নির্মাণ কাজ শুরু করা হয়। এরমধ্যে চর পাতা ইউনিয়নের ৪০ টি, উত্তর জয়নগর ইউনিয়নে ১টি ও চর খলিফা ইউনিয়নের ১ টি রয়েছে। প্রতিটি ঘরে ১ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ রয়েছে। তিনি আরো জানান, আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্ধোধন করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT