2:53 pm , January 14, 2021

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়া থানা পুলিশ গত বছর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৫৯ জন আসামী গ্রেফতার করেছে। এসব ঘটনায় পুলিশ বাদি হয়ে ৫০ টি মামলা দায়ের করেছে। থানা সূত্রে জানাগেছে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মঠবাড়িয়া থানায় ৫০ টি নিয়মিত মাদক মামলা হয়েছে। এছাড়া থানায় দায়ের হওয়া এজাহারীয় পলাতক মাদক মামলার ১০ আসামী ও আদালতে দায়ের মামলার সাজাপ্রাপ্ত মাদক মামলার ১২ আসামী গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়াপদা ¯œুইজগেট এলাকার মাদক বিক্রেতা মা ও কন্যাকে ১ হাজার ৩০০ পিসসহ আটক করেছে মঠবাড়িয়া থানার এসআই শাহানাজ পারভীন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৫৯ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। এসময় বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিগত বছরের মতো চলতি বছরেও এ অভিযান অব্যাহত থাকবে।