2:34 pm , January 12, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে মহানগর ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ হয়েছে। তবে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধায় পন্ড হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভার আযোজন করে মহানগর ছাত্রদলসহ বিভিন্ন কমিটি। এতে সভাপতিত্ব করে মহানগরের সভাপতি রেজাউল করিম রনি। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম তছলিম, বিএম কলেজ ছাত্রদল আহবায়ক মাজহারুল ইসলাম বাবু, সাবেক ছাত্রদল নেতা মোঃ জসিম উদ্দিন, রেজাউল করীম শাকিল, মোঃ সজিব গাজী, শহিদুল ইসলাম জাহিদ, কালু খা, তুহিন হাওলাদার, বাবুল কাজী, সজল কাজী প্রমুখ। প্রতিবাদ সভা শেষে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করা হয়। বিক্ষোভ মিছিলটি অশি^নী কুমার হলের গেটের কাছে পৌছুলে পুলিশ সদস্যরা ব্যারিকেড দেয়। এতে মিছিলটি পন্ড হয়।