3:17 pm , January 7, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর পথচারীদের মাঝে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছেন নতুন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। গতকাল বৃহস্পতিবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এসব বিতরন করা হয়। এ সময় জেলা প্রশাসক বলেছেন, এখন করোনা দ্বিতীয় ধাপের প্রভাব পড়েছে। তাই একটু সচেতনতা হয়ে চলাফেরার করতে হবে। এছাড়াও নিয়মিত মাক্স ও হ্যান্ড সানিটাইজার ব্যবহার করতে হবে। এতে নিজেও ভাল থাকবেন অন্যকেও ভাল রাখতে সহযোগিতা হবে। পূর্বের মতো সকলের পাশে থাকবেন বলে জানিয়েছেন নতুন জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন হায়দার। তিনি ঘুরে ঘুরে নগরীর নতুন বাজার, নথুল্লাবাদ বাস টার্মিনাল ও চৌমাথা এলাকায় মাস্ক বিতরন করেছেন। প্রথম দিনে জেলা প্রশাসক দুই হাজার মাস্ক বিতরন করেছেন। জেলা প্রশাসকের মাস্ক বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার সুব্রত কুমার দাস। মাস্ক বিতরনকালে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাস (রাজস্ব) রাজিব আহমেদ প্রমুখ।