3:09 pm , January 7, 2021

আমতলী প্রতিবেদক ॥ আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামের স্বামী পরিত্যাক্তা ভিটেমাটিহীন অ -সহায় ১ সন্তানের জননী আলোনুর বেগমকে (৩৫) পুলিশ হেডকোয়াটারের অর্থায়নে ২ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ঘর নির্মানের দলিল বৃহস্পতিবার সকালে আমতলী থানায় অফিসার ইনচার্জ শাহআলম হাওলাদারের কক্ষে আলোনুর বেগমের হাতে হস্তান্তর করা হয় । জমি জমা সম্বল হীন আলোনুর বেগম (৩৫) কে কুকুয়া ইউপি চেয়ারম্যান আওয়মীলীগ নেতা মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার তিন শতাংস জমি রেজিষ্ট্রি মূলে দান করেন। ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার বলেন, আলোনুর বেগমের স্বামী মো.মিজানুর প্যাদা আরেকটি বিয়ে করে ১০ বছর পূর্বে বাড়ী থেকে চলে যায়। তখন থেকে আলোনুর বেগম পরের বাড়ীতে ছেলে সুমন কে নিয়ে ঝিয়ের কাজ করে জীবন নির্বাহ করে জীবন যাপন করতেন। আমতলী থানা পুলিশ হেডকোয়াটারের নির্দেশে গৃহহীন অ-সহায়দের নামের তালিকা পাঠালে পুলিশ হেডকোয়াটার আলোনুর বেগমকে ২ লাখ ১৫ হাজার টাকা বরাদ্ধ দেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আলোনুর বেগমের স্বামী ১০ বছর আগ থেকে স্ত্রী ও সন্তানের খোঁজখবর নেন না। বেশির ভাগ সময়ই খেয়ে না–খেয়ে কাটে তাঁর দিন। আমতলী থানার অফিসার ইনচার্জ শাহআলম হাওলাদার বলেন ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো সওয়াবের কাজ। সমাজের বিত্তবানদের উচিত অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো। আমি মানুষ এবং পুলিশ হিসেবে পুলিশ হেডকোয়াটারের নির্দেশে সব সময় মানবিক কাজগুলো করতে চাই। এমন অসহায়দের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।’