2:55 pm , January 6, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ গত ৪ঠা জানুয়ারী ছাত্রলীগ বিসিএল এর সম্মেলনে গৌতম শীলকে সভাপতি ও মাহফুজুর রহমান রাহাত কে সাধারন সম্পাদক করে নতুন কমিটি করা হয়। নব নির্বাচিত এই কমিটিতে বানারীপাড়ার কৃতি সন্তান বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার মাহমুদকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। কাওসার মাহমুদকে অর্থ সম্পাদক নির্বাচিত করায় কাউন্সিলরদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি. বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এড আনিচুজ্জামান.বাংলাদেশ জাসদ বরিশাল মহসনগর সভাপতি সাবেক বিএম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ. সাধারন সম্পাদক ছাত্রলীগ বরিশাল মহানগরের সাবেক সভাপতি এড আনোয়ার হোসেন। বানারীপাড়া উপজেলা বাংলাদেশ জাসদের সভাপতি শ্যামল মিত্র. সাধারন সম্পাদক টিপু সুলতান. সহ সভাপতি সাবেক ছাত্রনেতা প্রভাষক পার্থ দেব মন্ডল. যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর সমীরন ঘরামী. প্রচার সম্পাদক জাকির হোসেন. জাতীয় যুব জোটের উপজেলা সভাপতি মিরাজ মাহমুদ. বানারীপাড়া পৌর সভাপতি শাকিল মাহমুদ উজিরপুর যুবজোটের সভাপতি বাসু দেব পাড়ুয়া প্রমুখ।নেতৃবৃন্দ আশা করেন কাওসারের মত একজন দক্ষ সংগঠকের নেতৃত্বে দক্ষিণ অঞ্চলে ছাত্রলীগ বিসিএল সুসংগঠিত সংগঠন হিসেবে প্রতিস্ঠিত হবপ।