2:32 pm , January 6, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ মুলাদী উপজেলার রামারপুল গ্রামে প্রতিবন্ধী যুবতীর ধর্ষককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। এছাড়াও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের দন্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। এ সময় দন্ডিত ধর্ষক তরিকুল হাওলাদার মোরসালিন এজলাসে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি আজিবর রহমান জানান, ২০১৬ সালের ২৫ এপ্রিল ওই প্রতিবন্ধী যুবতীকে একা ঘরে রেখে তার মা বেড়াতে যায়। এই সুযোগে পরদিন ২৬ এপ্রিল রান্না ঘরে প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করে মোরসালিন। তার ডাক-চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসার আগেই মোরসালিন পালিয়ে যায়।
এ ঘটনায় ২৭ এপ্রিল নির্যাতিতার মা বাদী হয়ে মোরসালিনকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন। একই বছরের ১০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মুলাদী থানার এসআই শহিদুল ইসলাম আসামি মোরসালিনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন। পরে ট্রাইব্যুনালে ৭ জনের সাক্ষ্য গ্রহন শেষে রায় দেন।