3:06 pm , January 5, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ মুজিববর্ষ উপলক্ষে বরিশাল কর কমিশনারের আয়োজনে ব্যাডমিন্টন টুনামেন্টের পুরস্কার বিতরন হয়েছে। সোমবার রাতে নগরীর ক্লাব রোডের কর ভবনে পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর কমিশনার মোহাম্মদ মোস্তফা। উপ কর কমিশনার (প্রশাসন) মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার শাওন চৌধুরী, যুগ্ম কর কমিশনার মো: লুতফর রহমান প্রমুখ। এসময় বরিশাল কর কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে কর অঞ্চলের কর্মকর্তা, কর্মচারী অংশ নেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।