3:03 pm , January 3, 2021

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ॥ বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হক মিন্টু তার চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এ সময় তার সাথে ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হেেত আবেদন করেছেন। এক পথ সভায় জিয়াউল হক মিন্টু বলেন, পৌরসভার খেটে খাওয়া সাধারণ মানুষ তার সাথে আছে। এছাড়াও পৌরসভার কিশোর-যুবক ও জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধারাও তার সাথে আছেন। ছাত্র জীবন থেকে দেশ ও আওয়ামী লীগের ক্রান্তিলগ্নে রাজপথে থেকে স্বাধীনতার চেতনা বাস্তবায়নে লড়াই-সংগ্রাম করেছেন। যার ফল স্বরূপ তাকে পর্যায়ক্রমে সলিয়াবাকপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সভাপতি ও সর্বপরি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব দেয়া হয়েছে। এ সময় বিভিন্ন নেতৃবৃন্দ তার পক্ষে বক্তৃতা করেন।