3:38 pm , January 2, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ আজ যোগদান করছেন নতুন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। সকালে তিনি যোগদান করবেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বরত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিরুপম মজুমদার। তিনি বলেন, নতুন জেলা প্রশাসক শনিবার এসে পৌছেছেন। সন্ধ্যা ৭ টায় সার্কিট হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা হবে। ওই অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসককে সংরবর্ধনা দেয়া হবে। এছাড়া নতুন জেলা প্রশাসককে বরন করা হবে। প্রসঙ্গত, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক -১২ মোঃ জসিম হায়দারকে বরিশালের জেলা প্রশাসক এবং বরিশালের জেলা প্রশাসক মোঃ অজিয়র রহমানকে কৃষি মন্ত্রনালয়ে বদলী করে জনপ্রশাসন মন্ত্রনালয়।