2:18 pm , December 31, 2020

বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ তৃতীয় ধাপে বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচন অফিস সূত্রে সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে মেয়র পদে -২, সাধারণ কাউন্সিলর পদে ৪৩টি, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ সহ সর্বমোট ৫৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বোরহানউদ্দিন নির্বাচন অফিসে ৫১ টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। জেলা নির্বাচন হয়েছে ৩টি। বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মোঃ রফিকুল ইসলাম ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী হিসেবে মোঃ মনিরুজ্জামান মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেন। কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে হারুন অর রশিদ, ফাইজুল আলম, মুজাহিদুল ইসলাম সুজন। ২ নং ওয়ার্ডে মোহাম্মদ সেলিম রেজা, আলী আকবর পিন্টু, রফিকুল ইসলাম, রিয়াজউদ্দিন ও নাজিমউদ্দিন । ৩ নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ৭ জন। ৫নং ওয়ার্ডে ৩ জন।৬ নং ওয়ার্ডে ৭ জন। ৭ নং ওয়ার্ডে ৪ জন। ৮ নং ওয়ার্ডে ৩ জন। ৯ নং ওয়ার্ডে ৩ জন। এবং সংরক্ষিত পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন ( দুপুর ৩.৪০পর্যন্ত)। এছাড়া জেলা নির্বাচন অফিসে কাউন্সিলর পদে ৩টি মনোনয়নপত্র দাখিল হয়েছে বলে জানা যায়। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ জানুয়ারি, প্রত্যাহার ১০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১১ জানুয়ারি এবং নির্বাচন হবে ৩০ জানুয়ারি। উল্লেখ্য বোরহানউদ্দিন পৌরসভায় ভোটার সংখ্যা ১০ হাজার ৭১৬ জন। যার মধ্যে নারী ভোটার ৫৩১২আর পুরুষ ভোটার ৫৩৯৫ জন। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা উদ্দিন আল মামুন মনোনয়ন পত্র গ্রহণ করেন।