2:17 pm , December 31, 2020

কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাহেব আলী শিকদার (৩০) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর সভার চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মো. সেরাজ মিয়া নামের অপর এক শ্রমিক আহত হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাহেব আলী শিকদার কলাপাড়া পৌর শহরের শিকদার সড়কের মো. খবির শিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর চিংগড়িয়া এলাকার সজল হাওলাদারের বাড়িতে পাকা ভবনের কাজ চলছিল। সাহেব আলী নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রিদের জোগান হিসেবে কাজ করছিল । এসময় বৈদ্যুতিক তারে জড়িয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মৃত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।