মিথ্যা অভিযোগে মামলা করায় বাদী ইউপি সদস্যকে জরিমানা মিথ্যা অভিযোগে মামলা করায় বাদী ইউপি সদস্যকে জরিমানা - ajkerparibartan.com
মিথ্যা অভিযোগে মামলা করায় বাদী ইউপি সদস্যকে জরিমানা

3:31 pm , December 29, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে মামলা করার দায়ে বাদী বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ইউপি সদস্যকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এছাড়াও মামলার আামীদের খালাস দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এএইচএম মাহমুদুর রহমান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাড. মামুন চৌধুরী। জরিমানা করা ইউপি সদস্য হলো মো. নুরুজ্জামান সিকদার। সে ইলুহার ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য। মামলা সুত্রে জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে স্থানীয় বাসিন্দা সিদ্দিক তালুকদারসহ চার জনকে আসামী করে আদালতে মামলা করেন। মামলায় আসামীদের বিরুদ্ধে কর্মসৃজন কর্মসুচীর টাকা থেকে চাঁদা দাবির অভিযোগ আনা হয়। আদালত অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যান ৯ অক্টোবর চার আসামীকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন। সেখানে উল্লেক করেন ইউপি সদস্য নুরুজ্জামান সিকদার ১৯ অক্টোবর কৃষি ব্যাংকের বাইশারী শাখা থেকে কর্মসৃজন প্রকল্পের ৮ লাখ ৫৮ হাজার টাকা উত্তোলন করেন। ওই টাকা প্রকল্পে কর্মরত শ্রমিকদের মাঝে বিতরনের জন্য নিয়ে রওনা হয়। আসামীর সেখান থেকে চাঁদা দাবী করেন। আদালত ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়ে তথ্য চেয়ে পাঠায়। কৃষি ব্যাংক বাইশারী শাখা থেকে আদালতে জানানো হয়, মামলার এজাহারে উল্লেখ করা দিনে বাদী ইউপি সদস্য নুরুজ্জামান কোন টাকা উত্তোলন করেননি। বিষয়টি বিচারকের নজরে আনা হলে, তিনি মামলা থেকে চার আসামীকে বেখলুস খালাস প্রদান করেন। পাশাপাশি মিথ্যা অভিযোগে মামলা করায় বাদী ইউপি সদস্য নুরুজ্জামান সিকদারকে ৩৫হাজার টাকা জারিমানা করেন। আসামী পক্ষের আইনজীবি হুমায়ুন কবির জানান, ইউপি সদস্য ব্যক্তিগত ক্ষোভে মিথ্যা অভিযোগে মামলা করেন। মামলার আসামী হয়ে সিদ্দিক তালুকদার ২০ দিন কারাগারে ছিলেন। মিথ্যা অভিযোগে মামলা করে হয়রানী করায় সিদ্দিক তালুকদার আইনি পদক্ষেপ নিতে পারেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT