3:17 pm , December 28, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপির বোন জেসমিন আনোয়ারার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত হয়েছে।গতকাল সোমবার আসর নামাজের পর করিম কুটির জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম। দোয়া মোনাজাতে অংশ নেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, ২০নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মনিউর রহমার, ২৩নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের নেতা মোঃ মাহিদুর রহমান মাহাদ, বিসিসি’র বিভিন্ন ওয়ার্ডের ও দশ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং যুবসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা।