3:04 pm , December 28, 2020

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসন শশীভূষণ সড়কে ব্যাটারী চালিত অটোবোরক থেকে ছিটকে পরে বাস চাপায় পৃষ্ট হয়ে তানিয়া(৩০) ও শিশুকন্যা মালিয়া(৩)নামের মা ও শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় চরফ্যাসন শশীভূষণ সড়কের পানিরকল নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনাস্থল থেকে শশীভূষণ থানা পুলিশ নিহত মা ও শিশু সন্তানের লাশ উদ্ধার করেছেন বলে ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন, চর কলমী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেল্লাল মাষ্টারের স্ত্রী ও কন্যা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,শশীভূষণ গামী ব্যাটারী চালিত অটোবোরক মোড়ঘুরতে গিয়ে বোরাক থেকে মায়ের কোলে থাকা শিশু সন্তানসহ মা ছিটকে পরেন। এসময়ে অপরদিক শশীভূষণ থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস রাস্তায় ছিটকে পরা মা ও শিশুকে চাপা দিলে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা যায়নি।