2:53 pm , December 26, 2020

রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুর সদর ইউনিয়নের দক্ষিন রাজাপুর এলাকায় মো. মানিক হোসেন হাওলাদারের বসতঘরে শুক্রবার দিবাগত গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মানিক হাওলাদার ঐ এলাকার মো. মোকছেদ আলী হাওলাদারের ছেলে। ঘরের গৃহকর্তা মো. মানিক হাওলাদার জানায়, রাতের কোন এক সময় চোরের দল মানিক হোসেনের বসত ঘরের পিছনের দরজা কৌশলে খুলে বিতরে প্রবেশ করেন। এ সময় সবাইকে অজ্ঞান করে ঘরের আলমিরা ভেঙ্গে নগদ ৬৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন হাতিয়ে নিয়ে চোর পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন সকালে ঘুম থেকে উঠে দরজা খোলা ও ঘরের সব কিছু এলোমেলো অবস্থায় দেখে বুঝতে পারে ঘরে চোর ডুকেছিল। তিনি আরো জানায়, বাড়ির পাশে চোরদের ফেলে রাখা একটি গায়ের ওরনা বাড়ির লোকজন হাত দিয়ে ধরলে হাফিজা, ইলা ও লাইলি বেগম নামে তিনজন অসুস্থ্য হয়ে পরে। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি সোহাগ ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনা শুনে সাথে সাথে ঘটনা স্থলে ফোর্স পাঠিয়েছি।