1:08 pm , December 21, 2020

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে সোমবার। এ অঞ্চলের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী আবু হেনা মোঃ তারেক ইকবাল। তিনি প্রকৌশলী সুশীল কুমার সাহা’র স্থলাভিশিক্ত হলেন। সোমবার বরিশাল সড়ক ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর সহ নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে বরন ও বিদায়ী প্রকৌশলীকে বিদায় সংবর্ধনা জানান হয়। অনুষ্ঠানে বরিশাল ও পটুাখালী সড়ক সার্কেলের তত্ববধায়ক প্রকৌশলীদ্বয় ছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীবৃন্দ অংশগ্রহন করেন। এদিকে প্রকৌশলী সুশীল কুমার সাহা সোমবার বিকেলেই গোপালগঞ্জ সড়ক জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন।