1:07 pm , December 21, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট ও সচেতনতা কার্যক্রমে ৫৭ জন ব্যক্তি ও ১১ প্রতিষ্ঠানকে ২৬ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে। সোমবার জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে এই অভিযান এই অভিযান পরিচালন করে। সকাল ১১টা থেকে দুপুর ০২টা পর্যন্ত সদর রোড, কালিবাড়ি রোড, হাসপাতাল রোড এবং নতুন বাজার এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পড়ে ঘোরাফেরা করার মাধ্যমে স্বাস্থ্যবিধি লংঘন করায় ২৩ জন পথচারী ও ০৪ প্রতিষ্ঠানকে ৬,২০০ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে আইন শৃঙখলা রক্ষায় র্যাব-০৮, বরিশাল এর একটি টিম সার্বিক সহযোগিতা করেন। অপরদিকে নবগ্রাম রোড, হাতেম আলী কলেজ, এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে স্বাস্থ্যবিধি ভংগ করায় ১৫ ব্যক্তিকে ২৯০০ টাকা অর্থদ- প্রদান করা হয়। রোববার পোর্ট রোড় ও মহসীন মার্কেট এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। স্বাস্থ্যবিধি না মানায় এ সময় ১৬ ব্যক্তিকে মোট ৫,৯০০/- টাকা অর্থদ- দেওয়া হয়। পাশাপাশি চট্টগ্রাম মুসলিম হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ৮,০০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। অপর একটি অভিযানে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হাই। এ অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় এ সময় ৬ প্রতিষ্ঠান ও ৩ ব্যক্তিকে মোট ৩,৯০০/- টাকা অর্থদ- দেওয়া হয়। স্বাস্থ্যবিধি প্রতিপালন সংক্রান্ত সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদির মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংপূর্বক অতিরক্ত মূল্য না রাখার বিষয়ে বিভিন্ন ফার্মেসীর মালিকদের নির্দেশনা প্রদান করা হয়।