শিক্ষক সমিতির মানববন্ধন শিক্ষক সমিতির মানববন্ধন - ajkerparibartan.com
শিক্ষক সমিতির মানববন্ধন

2:45 pm , December 20, 2020

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর এর প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) আহ্বানে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার দেশব্যাপী আহুত কর্মসূচির অংশ হিসেবে নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে এ মনাববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল আঞ্চলিক শাখার সভাপতিঅধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর। মানববন্ধনে বক্তব্য রাখেনÑশিক্ষক নেতা দাশগুপ্ত আশীষ কুমার, তোফায়েল আহমেদ, আব্দুল মালেক হাওলাদার, শফিকুল ইসলাম, সুনীল বরণ হালদার, আবুল কালাম, কাজী মামুন, সোনালী কর্মকার, খাদিজা বেগম প্রমুখ। সভার সঞ্চালক ছিলেন আসাদুল আলম আসাদ। ভাস্কর্য ভাংচুরকারী এবং এর উস্কানী দাতাদের শাস্তি দাবি করা হয়েছে মানববন্ধন থেকে। একই দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গৌরনদী, আগৈলঝাড়া, বানারীপাড়াসহ বিভিন্ন উপজেলায়। খবর বিজ্ঞপ্তির

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT