2:51 pm , December 17, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ মহান বিজয় এ বছর ৫০ ছুঁয়েছে। এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও বরিশাল নাটক কেন্দ্রীয় শহীদ মিনার মোমের আলোতে আলোকিত করেছে। পরে সেখানে আলোচনা, আবৃত্তি, গানে ও নাটকে বিজয়ের ৫০ বছরকে স্বাগত জানায় তারা। বুধবার সন্ধ্যা ৬টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিজয়ের ৫০ বছরের মাইলফলক ছোঁয়ার আনন্দে মোমবাতি প্রজ্জলন করে শুরু হয় বিজয়ের অনুষ্ঠান। একই সঙ্গে ১৯৭১ সালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উদীচী সভাপতি সাইফুর রহমান মিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উদীচী বরিশাল নাটকের সংগঠক ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাডভোকেট বিশ^নাথ দাস মুনশী, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য আজমল হোসেন লাবু, উদীচী সদস্য ও শহীদ আবদুর রব সেরনয়িবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন, বরিশাল নাটকের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, উদীচী বরিশালের সাধারণ সম্পাদক ¯েœহাংশু বিশ^াস।