2:38 pm , December 15, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নগরীতে পৃথক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথকভাবে অনুষ্ঠিত এ কর্মসুচীর আয়োজন করেছে মুক্তিযোদ্ধা সংসদ এবং সরকারী শিক্ষক সমিতি। নগরীর সদর রোডে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত প্রতিবাদ বন্ধন ও সমাবেশে অংশ নেয় সেক্টরস কমান্ডার ফোরাম ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ বন্ধনে বক্তব্য রাখেন মেজবা উদ্দিন শাহিন খান, সৈয়দ আনিসুর রহমান, প্রদীপ কুমার ঘোষ পুতুল, আনসার আলী, শাজাহান হাওলাদার ও এনায়েত হোসেন চৌধুরী প্রমুখ। একই প্রতিবাদে সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শাহাদৎ হোসেন। আরো বক্তব্য রাখেন তাপস কুমার শীল,আব্দুল লতিফ মল্লিক,আবু সাঈদ,পাপিয়া জেসমিন,মোহাম্মদ নুরুল ইসলাম,মোঃ এবাদুল ইসলাম ও মাহাবুবা হোসেন।