2:35 pm , December 15, 2020

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনে মাদ্রাজ ইউনিয়নের চর নিউটন গ্রামের মেঘনা পাড়ের পরিত্যক্ত ঘর থেকে আনোয়ার হোসেন(৩৭) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই গ্রামের জৌনপুরী পীর সাহেবের পরিত্যক্ত খানকায় শরিফ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ার ওই ইউনিয়নের চর আফজাল গ্রামের শাহ আলম মাষ্টারের ছেলে।
পুলিশ জানায়, মাদ্রাজ ইউনিয়নের চর নিউটন গ্রামের মেঘনা পড়ের পরিত্যক্ত ঘরে স্থানীয়রা দুপুরে জেলের মৃত লাশ দেখতে পেয়ে চরফ্যাসন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন।
চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারন স্পস্ট নয়। ময়না তদন্ত রির্পোট পেলে মৃত্যুর করন জানা যাবে।