2:51 pm , December 14, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরীঘাট থেকে ৪০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। রোববার পরিচালিত অভিযানে আটক মাদক বিক্রেতা হলো- রুবেল খান (২৮)। সে চাঁদপাশা ইউপির ঘটকেরচর এলাকার আইয়ুব আলী খানের ছেলে। র্যাব জানিয়েছে,তার খবর পায় মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় মাদক ক্রয় বিক্রয় হয়। ওই তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল আটক করা হয়।