3:19 pm , December 13, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার দিনারের পুল এলাকায় পঞ্চম শ্রেনী পড়–য়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে স্কুল ছাত্রী হেলেনা আক্তার মুন্নির (১২) লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই এলাকার হেলাল হাওলাদারের কন্যা। মুন্নি দিনা?রেরপুল সরকারী প্রাথ?মিক বিদ্যাল?য়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। মহানগর পুলিশের বন্দর থানার ওসি আনোয়ার তালুকদার জানান, প্রতিবেশির ঘর থেকে মুন্নির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, মুন্নি আত্মহত্যা করেছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তার সঠিক কারন জানা যায়নি। মুন্নির লাশের ময়না তদন্ত হয়েছে। প্রতিবেদন এলে তার মৃত্যুর সঠিক কারন নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।