2:57 pm , December 13, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নিজ হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় গৌরনদীর মাদক কারবারি শাকিল ঘরামীকে ৮ বছর কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার দন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত শাকিল ঘরামী উপজেলার সুন্দরদী এলাকার মৃত আক্কাস আলী ঘরামীর ছেলে। রায় ঘোষণার সময় শাকিল আদালতে অনুপস্থিত ছিল। বেঞ্চ সহকারি হেদায়েতুন্নবী জাকির জানান, ২০১৬ সালের ১১ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর ডিএডি কামরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার টরকী বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২৯৬ পিস ইয়াবাসহ শাকিল ঘরামীকে আটক করে মামলা দায়ের করেন। একই বছর তদন্তকারি কর্মকর্তা মামলার চার্জশীট জমা দেন। আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় ঘোষণা করেন।