2:56 pm , December 13, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ ছাত্রলীগ বরিশাল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ’র মা নূর জাহান বেগম ইন্তেকাল করেছেন। গতকাল রোববার নগরীর মিডটাউন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মাগরিব বাদ নগরীর নব আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। জানাজা নামাজে সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন, কাউন্সিলর মীর জাহিদুল কবির, বিএনপি নেতা এ্যাড. আলী হায়দার বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে মুসলিম গোরস্থানে দাফন করা হয়।