2:39 pm , December 10, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সম্মিলিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন পর্ষদ নগরীতে সমাবেশ ও মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার অশ্বিনী কুমার হল চত্ত্বরে অনুষ্ঠিত কর্মসুচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী। মানববন্ধন সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল’র সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, উন্নয়ন সংগঠক রনজিত দত্ত, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, বরিশাল সিটি কর্পোরেশন’র কাউন্সিলর কহিনুর বেগম, জাতীয় মহিলা সংস্থার খালেদা হক, রান’র নির্বাহী পরিচালক রফিকুল আলম, সবুজ আন্দোলন’র বরিশাল জেলা আহবায়ক কাজী মিজানুর রহমান ফিরোজ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বরিশাল সদর উপজেলা সভাপতি জহিরুল ইসলাম জাফর, নাগরিক উদ্যেগ’র সমন্বয়কারী সুপ্রিয় দত্ত, আভাস’র সিরাজুল ইসলাম, সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র ইউসুফ আলী হাওলাদার, সিআরএসএস’র জে ভি বল্লভ, প্রমুখ। মানববন্ধন সমাবেশ সঞ্চালনা করেন মানবাধিকার জোট বরিশাল’র সদস্য সচিব শুভংকর চক্রবর্তী। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, বিশ্বব্যপী কভিড-১৯ পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সকলকে ঘুরে দাড়াতে হবে। অর্থনৈতিক দুর্বলতার কারণে পারিবারিক সহিংসতা বাড়ছে। স্বাস্থ্যখাতে চরম অব্যবস্থা বিরাজমান।কভিড মহামারি আমাদের উন্নয়ন ধারাকে বাধাগ্রস্থ করছে। সবার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা হোক এই সময়ে আমাদের সকলের প্রত্যয়।সমাবেশে বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিচারের দীর্ঘসূত্রিতা কমিয়ে সমাজে ইতিবাচক আইনের শাসন প্রতিষ্ঠারও আহবান জানান।