2:27 pm , December 9, 2020

বিশেষ প্রতিবেদক ॥ উজিরপুরে দুইদিন আগে নিখোঁজ গৃহবধুর ঝুলন্ত লাশ মিলেছে বাড়ির পাশে গাছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। নিহত ঝর্ণা রাণী মল্লিকের (৪৮) লাশ বুধবার বেলা ১২টার দিকে পশ্চিম মশাং গ্রামের একটি জাম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান সাংবাদিকদের জানিয়েছেন। ঝর্ণা রাণী মল্লিক পশ্চিম মশাং গ্রামের মৃত বিশ্বনাথ মল্লিকের স্ত্রী ও দুই সন্তানের জননী। স্বজনের বরাত দিয়ে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, গত সোমবার রাতে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন ঝর্ণা। মঙ্গলবার সারাদিনেও তার খোঁজ মেলেনি। বুধবার বাড়ির পুকুর পাড়ে একটি জামগাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে নগরীতে মানববন্ধন সমাবেশ ও আলোক প্রজ্বলন করা হয়েছে। গতকাল বুধবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত এ কর্মসুচীর আয়োজন করে সম্মিলিত বেগম রোকেয়া দিবস উদযাপন পর্ষদ। সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীন নারী নেত্রি রাবেয়া খাতুন। বিকেল ৪ টায় অনুষ্ঠিত মানববন্ধন শেষে সন্ধ্যায় মহিয়সী নারী বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আলোক প্রজ্বলন করেন বরিশাল’র সুশীল সমাজ, বেসরকারী উন্নয়ন সংস্থা ও সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। উন্নয়ন সংগঠক ম্যাপ’র নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তীর উপস্থাপনায় মানববন্ধন সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করেন বরিশাল এনজিও ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (বিএনডিএন)’র সভাপতি উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, জাতীয় মহিলা সংস্থার প্রবীন সদস্য খালেদা হক, বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, বাংলাদেশ মহিলা পরিষদ’র বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, বরিশাল সিটি কর্পোরেশন’র কাউন্সিলর কহিনুর বেগম, সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফা, উন্নয়ন সংগঠক রনজিত দত্ত, সেইন্ট বাংলাদেশ’র নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, সম্মিলিত সামাজিক আন্দোলন’র জেলা সভাপতি অধ্যাপিকা টুনু রানী কর্মকার প্রমুখ।