পাথরঘাটায় অজগর উদ্ধার পাথরঘাটায় অজগর উদ্ধার - ajkerparibartan.com
পাথরঘাটায় অজগর উদ্ধার

2:29 pm , December 8, 2020

 

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটা উপজেলায় ১০ ফুট লম্বা (৭ হাত) একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার দুপুর ১টার সময় পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শংকর শীলের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বাবুল অজগর উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
বন বিভাগের সদর বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী জানান, পাথরঘাটার বিশখালী নদী তীরবর্তী জঙ্গল থেকে অজগরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে শংকর শীলের বাড়িতে আশ্রয় নেয়। পরে দুপুর ১টার দিকে হাঁস, মুরগির খোয়ারের দিকে গেলে বাড়ির লোকজন সাপটি দেখতে পান। এসময় পাথরঘাটার সাপুড়ে দুলাল মিয়াকে খবর দিলে তিনি এসে সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেন।
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক জানান, সাপটি উদ্ধারের পরে হরিণঘাটা বনে ছেড়ে দেওয়া হয়েছে। এ ধরনের অজগর সাপ সুন্দরবন থেকে নদী পেরিয়ে পাথরঘাটায় চলে আসে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT