3:25 pm , December 5, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের ভোট। গতকাল শনিবার সন্ধ্যায় ক্লাবের বর্তমান কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও নির্বাচনি তফসিল ঘোষনা করা হয়। প্রেস ক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাজী আল মামুন। এছাড়াও কার্যকরী পরিষদের সদস্যরা বক্তব্য রাখেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন এমএম আমজাদ হোসেন। এছাড়া নির্বাচনি কমিশনার হচ্ছেন মো. রফিকুল ইসলাম। সভায় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনি তফসিলের ১০-১১ ডিসেম্বর মনোনয়ন পত্র বিতরন করা হবে। ১৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহন করা হবে। এর পর মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ওই রাতেই খসড়া তালিকা প্রকাশ করা হবে। এতে কারো মনোনয়ন পত্র বাতিল হলে ১৪ ডিসেম্বর আপিল করা যাবে। ওই দিনই তা নিষ্পত্তি করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। চুড়ান্ত তালিকা প্রকাশ ১৮ ডিসেম্বর। উৎসাহ উদ্দিপনা নিয়ে কার্যকরী পরিষদের ভোট নেয়া হবে।