3:23 pm , December 5, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, মূর্তি ও ভাস্কর্য এক করে দেশের স্বাধীনতা বিরোধী রাজাকার, জামায়াত শিবির দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতা কর্মিরা তাদের এ অপচেষ্টা মেনে নেবে না। বরাবরের মতো রাজপথে কঠোর হাতে তাদের প্রতিহত করা হবে। কুষ্টিয়ায় শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলায় নগরীতে তাৎক্ষনিক প্রতিবাদী সমাবেশে এ কথা বলেন তিনি। গতকাল শনিবার নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় মেয়র আরো বলেন, দেশের সকল আন্দোলনে বরিশাল সব সময় এগিয়ে ছিল। ভাস্কর্য বিরোধীদের প্রতিহতের আন্দোলনেও বরিশাল নগরী এগিয়ে থাকবে। মেয়র সাদিক এ সময় জানিয়েছেন, ভাস্কর্য বিরোধীদের প্রতিহত করতে নগরীর সকল ওয়ার্ডের নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেয়া হয়েছে। নগরীর কোথাও স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা ও ভাস্কর্য বিরোধীদের উপস্থিতি টের পেলে কঠোর হাতে প্রতিহত করার নির্দেশ দেয়া হয়েছে। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেছেন, নিজেদের এলাকায় ধর্ম নিয়ে কেউ যেন অপরাজনীতি করতে না পারে। অপরাজনীতির বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড তালুকদার মো. ইউনুস। সংক্ষিপ্ত সমাবেশ শেষে হাজারো নেতা-কর্মিদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। রাজাকার, জামায়াত শিবিরসহ মৌলবাদীদের প্রতি হুংকার দিয়ে নানা শ্লোগানে নগরীর সড়ক প্রকম্পিত হমেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নেতৃত্ব দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করার পর মিছিল দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।