2:17 pm , December 4, 2020

সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থার (আইসিডিএ) বার্ষিক সাধারন সভা হয়েছে। গতকাল আইসিডিএ‘র মিলনায়তনে কার্যকরী পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই আইসিডিএ‘র সাধারন পরিষদের আজীবন সদস্যসহ প্রয়াতদের জন্য শোক প্রস্তাব এনে বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন আইসিডিএ‘র নির্বাহী পরিচালক সালমা খান। সভার প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তর এর উপ-পরিচালক আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক দিলারা খানম, সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও বর্তমান প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদ। বার্ষিক প্রতিবেদন থেকে বিভিন্ন কার্যক্রম এর তথ্য উপস্থাপন করেন উপ-নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল এবং পরিচালক, আর্থিক সেবা (কার্যক্রম) লক্ষন চন্দ্র মুন্সী। পরবর্তীতে বিভিন্ন প্রতিবেদনের উপর ব্যাখ্যা প্রদান করেন প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদ। সভায় সর্বসম্মতিক্রমে আইসিডিএ’র নতুন কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন দাশগুপ্ত আশীষ কুমার। খবর বিজ্ঞপ্তির