3:01 pm , December 3, 2020

ঝালকাঠি প্রতিবেদক ॥ আজ ঝালকাঠি জেলা বিএমএসএফ’র দ্বিবার্ষিক সম্মেলন। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় কোর্ট রোডস্থ জেলা কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দৈনিক পরিবর্তন ও কীর্তনখোলা পত্রিকার প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএমএসএফ ইউরোপ কমিটির সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন ও কেন্দ্রিয় আহবায়ক কমিটির সদস্য সোহেল সরদার। সম্মেলনে সভাপতিত্ব করবেন বিএমএসএফ জেলা সভাপতি আজমীর হোসেন তালুকদার। সম্মেলন সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু।