দক্ষিণে টেলিযোগোযোগ ৪৮ ঘন্টা বন্ধ দক্ষিণে টেলিযোগোযোগ ৪৮ ঘন্টা বন্ধ - ajkerparibartan.com
দক্ষিণে টেলিযোগোযোগ ৪৮ ঘন্টা বন্ধ

3:00 pm , December 3, 2020

বিশেষ প্রতিবেদক ॥ একটানা ৪৮ ঘন্টা পরে বরিশাল ও খুলনা বিভাগীয় সদর সহ দেশের দক্ষিণ ও দক্ষিণÑপশ্চিমাঞ্চলের ৮টি জেলার টেলিযোগাযোগ ব্যবস্থা পূণর্বহাল হয়েছে বৃহস্পতিবার বিকেলে। রাষ্ট্রীয় টেলিযোগাযোগ কোম্পানী বিটিসিএল-এর বরিশালÑখুলনা অপটিক্যল ফাইবার লিংক ক্ষতিগ্রস্থ হওয়ায় মঙ্গলবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিন দফায় ঐ লিংক মেরামত করতে হয় বলে কোম্পনীটির টেলিযোগাযোগ অঞ্চলের চীফ জিএম ও খুলনা কেরিয়ার বিভাগের ডিজিএম জানিয়েছেন। এতে করে বরিশাল ও খুলনা বিভাগীয় সদর ছাড়াও দক্ষিণাঞ্চলের ৬টি জেলা এবং বাগেরহাট ও খুলনা জেলার টেলিযোগাযোগ সম্পূর্ণ বিপর্যস্ত ছিল। এমনকি বিটিসিএল-এর ইন্টারনেট পরিসেবা পর্যন্ত এসময়ে বন্ধ ছিল। পাশাপাশি কোম্পানীটির অপটিক্যাল ফাইবারের ওপর নির্ভরশীল একটি বেসরকারী মোবাইল ফোন অপারেটর এ অঞ্চলের অন্তত দশলাখ সেলফোন পরিসেবাও বিপর্যয়ের কবলে পরে। গত কয়েক মাস ধরেই দক্ষিণাঞ্চলে বিটিসিএল-এর ভূগর্ভস্থ অপটিকাল ফাইবার কাটা পড়ে এ অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থায় চরম বিপর্যয় সৃষ্টি হচ্ছে ঘন ঘন। মূলত এসব অপটিক্যাল ফাইবার ভূগর্ভের যে গভীরতায় প্রতিস্থাপনের কথা ছিল, তা না করায় যে কোন ধরনের উন্নয়ন কর্মকান্ড সহ রাস্তা খোড়া খুড়িতে তা কাটা পড়ছে। বন্ধ হয়ে যাচ্ছে টেলিযোগাযোগ সহ ইন্টারন্টে পরিসেবা। এব্যাপারে বৃহস্পতিবার দিনভর বিটিসিএল-এর বরিশাল কেরিয়ার বিভাগের ডিজিএম-এর সাথে অফিসের ল্যান্ড ফোন ও সেল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT